সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৭ রানে হারিয়েছে । চার ম্যাচ খেলে কলকাতার এটি তৃতীয় জয়। পয়েন্ট টেবিলে তারা এখন শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে, চার ম্যাচ খেলে সানরাইজার্স হায়দ্রাবাদের এটি দ্বিতীয় হার। দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন তৃতীয় অবস্থানে রয়েছে। চার ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের দেয়া ১৭৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।

দলের পক্ষে ডেভিড ওয়ার্নার ২৬, শিখর ধাওয়ান ২৩, যুবরাজ সিং ২৬ ও বিপুল শর্মা ২১ রান করেন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ক্রিস ওয়েকস ২টি, সুনিল নারিন ১টি, ট্রেন্ট বোল্ট ১টি, কুলদ্বীপ যাদব ১টি ও ইউসুফ পাঠান ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে রবিন উথাপ্পা ৬৮, মনিশ পান্ডে ৪৬ ও ইউসুফ পাঠান ২১ রান করেন। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ৩টি, আশিস নেহরা ১টি, বেন কাটিং ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।

এই ম্যাচে সাকিব-মোস্তাফিজের কেউই একাদশে ছিলেন না। কলকাতা নাইট রাইডার্স আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলল। কিন্তু তারা এক ম্যাচেও সাকিব আল হাসানকে একাদশে রাখেনি।

অন্যদিকে, গত ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে মোস্তাফিজুর রহমানকে একাদশে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই ম্যাচে ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ চার উইকেটে হেরে গিয়েছিল।

ওই ম্যাচে ময়জেস হেনরিকসের জায়গায় একাদশে নেয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। আজ মোস্তাফিজকে বসিয়ে আবার হেনরিকসকে একাদশে রাখা হয়।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৭ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স ইনিংস: ১৭২/৬ (২০ ওভার)

(সুনিল নারিন ৬, গৌতম গম্ভীর ১৫, রবিন উথাপ্পা ৬৮, মনিশ পান্ডে ৪৬, ইউসুফ পাঠান ২১*, সূর্য্যকুমার যাদব ৪, কলিন ডি গ্র্যান্ডহোম ০, ক্রিস ওয়েকস ১*; ভুবনেশ্বর কুমার ৩/২০, আশিস নেহরা ১/৩৫, বেন কাটিং ১/৪১, রশীদ খান ১/২৯, ময়জেস হেনরিকস ০/২৬, বিপুল শর্মা ০/২০)

সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংস: ১৫৫/৬ (২০ ওভার)

(ডেভিড ওয়ার্নার ২৬, শিখর ধাওয়ান ২৩, ময়জেস হেনরিকস ১৩, যুবরাজ সিং ২৬, দীপক হুদা ১৩, বেন কাটিং ১৫, নম্যান ওঝা ১১*, বিপুল শর্মা ২১*; উমেশ যাদব ০/২৭, ট্রেন্ট বোল্ট ১/৩৩, সুনিল নারিন ১/১৮, কুলদ্বীপ যাদব ১/২৩, ইউসুফ পাঠান ১/২, ক্রিস ওয়েকস ২/৪৯)

প্লেয়ার অব দ্য ম্যাচ: রবিন উথাপ্পা (কলকাতা নাইট রাইডার্স)

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031