শিল্পী ফকির সাহাবুদ্দিনসহ লোক সংগীত  খ্যাতিমান ৫টি ব্যান্ড দলের গান উপভোগের জন্য শত টাকায় টিকেট কেটে গ্যালারিতে প্রবেশ করে অনেকটা হতাশ হয়েই ফিরতে হবে প্রায় দশ হাজার দর্শককে। সময় স্বল্পতায় অনুষ্ঠান সংকোচিত করার কারণে সাড়ে চার ঘন্টায়  প্রতি ব্যান্ড  শুধুমাত্র ৪ টি গানের পারফরমেন্স দেখেই ঘরে ফিরতে হবে তাদের । অনুষ্ঠান আয়োজকসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে বিষয়টিকে দর্শকদের সাথে এক ধরনের প্রতারণা বলে মনে করছেন চট্টগ্রামের সংস্কৃতঅঙ্গনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের অভিমত, নিরাপত্তার কারনে বিকেল ৫টার মধ্যে যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে সেক্ষেত্রে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিলে দর্শকদের হতাশ হতে হতো না ।

খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ‘বৈশাখি রঙ ’ নামে বর্ষবরণ কনসার্ট যৌথভাবে আয়োজন করে ঢাকাস্থ ইভেন্ট প্রতিষ্ঠান কার্নিভাল ও চট্টগ্রামের ইভেন্ট প্রতিষ্ঠান ‘মডেলস্টার’ ।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী বাউল সাহাবুদ্দিনসহ ব্যান্ডদল লালন, জলের গান, ওয়ারফেইজ, ভাইকিংস ও সাসটেইন গান পরিবেশন করার কথা রয়েছে।

জানা যায়, সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনুুষ্ঠানের সময় নির্ধারণ করে (দুই ঘন্টার বিরতি বাদে) ১০ ঘন্টার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করে আয়োজক সংস্থা । কিন্তু নববর্ষে নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে বিকাল ৫টার মধ্যে খোলা আকাশের নিচে সব অনুষ্ঠান বন্ধ করে দেয়ার বাধ্যবাকতা জারি করে প্রশাসন।

কনসার্টে ৫টি ব্যান্ডদল, ফকির সাহাবুদ্দিনের গানসহ দুটি ফ্যাশন কিউ পরিবেশন করার কথা রয়েছে। একই সাথে সকাল ১০ টায় কনসার্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা যায় , সকাল ১০ টার কনসার্ট শুরু হবে সকাল ১১ টায় । নগর মেয়র আজম নাছির এবং জেলা প্রশাসক সামসুল আরেফিন কনসার্ট উদ্বোধন করবেন।

সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এক ঘণ্টা গান পরিবেশন করবেন ফকির সাহাবুদ্দিন । সূত্র জানায়, মধ্যাণ্হ ভোজের পর বিকাল তিনটা নাগাদ অনুষ্ঠান শুরু হয়ে কনসার্ট শেষ হবে বিকাল ৫টায়। এর মধ্যে দুটি ফ্যাশন কিউ সহ মঞ্চে গান পরিবেশন করবেন লালন, জলের গান, ওয়ারফেইজ, ভাইকিংস ও সাসটেইন ।

এ বিষয়ে জানতে চাইলে কার্নিভাল ইভেন্টের পরিচালক শওকত বলেন, আমরা রাত পর্যন্ত সময় হিসেব করে কনসার্টের আয়োজন করেছিলাম । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠানের সময় নির্ধারণ করায় সমস্যার সৃষ্টি হয়েছে।

অনেকটা তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি ব্যান্ডদলকে সর্ব্বোচ্য ৪০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হবে, এর মধ্যেই সবাইকে পারফরমেন্স শেষ করতে হবে।

সেক্ষেত্রে প্রতিটি ব্যান্ডদল কয়টি গান পরিবেশন করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, ৪ থেকে ৫টি । এছাড়া কনসার্ট উদ্বোধনে কমপক্ষে ১ ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।

সূত্র জানায়, ৩টা থেকে ৫ টা পর্যন্ত দুই ঘণ্টায় ৫টি ব্যান্ডদল পারফরমেন্স করতে গিয়ে কোনো দল ৪টির বেশি গান গাইতে পারবে না । কেননা প্রতিটি দল ২০ মিনিটের উপর সময় পাওয়ার কথা না । এছাড়া দুটি ফ্যাশন কিউ এর জন্য সময় ব্যায় হবে কমপক্ষে ৪০ মিনিটি । সেক্ষেত্রে ব্যান্ড দল গুলোর নির্ধারিত সময় আরও অনেক কমে যাবে।

সাড়ে ৪ ঘণ্টায় উদ্বোধনী অনুষ্ঠানসহ দুটি ফ্যাশন কিউ, ৫টি ব্যান্ডদল, একজন বাউল শিল্পীর গান পরিবেশন করা সম্ভব কী না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন সংগীত শিল্পী বলেন, একটি ব্যান্ড দলের মঞ্চে উঠতে আর নামতেই (টিউনসহ )ত্রিশ মিনিট চলে যায়। সেক্ষেত্রে বাকি ১০ মিনিটে দুটির বেশি গান গাওয়া সম্ভব না ।

দুই ঘন্টায় দুটি ব্যান্ড দলের বেশি ব্যান্ডদল পারফরমেন্স করতে গেলে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, পুরো অনুষ্ঠানটিই অগোছালো।

প্রশাসনের বাধ্যবাদকতার কারনে সময় কমে যাওয়ায় কনসার্ট একদিন পিছিয়ে দিলে আগত দর্শকরা কনসার্টটি ভালোভাবে উপভোগ করতে পারতেন বলেও জানান তিনি।

কির সাহাবুদ্দিনসহ খ্যাতিমান ৫টি ব্যান্ড দলের গান উপভোগের জন্য শত টাকায় টিকেট কেটে গ্যালারিতে প্রবেশ করে অনেকটা হতাশ হয়েই ফিরতে হবে প্রায় দশ হাজার দর্শককে। সময় স্বল্পতায় অনুষ্ঠান সংকোচিত করার কারণে সাড়ে চার ঘন্টায়  প্রতি ব্যান্ড  শুধুমাত্র ৪ টি গানের পারফরমেন্স দেখেই ঘরে ফিরতে হবে তাদের । অনুষ্ঠান আয়োজকসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে বিষয়টিকে দর্শকদের সাথে এক ধরনের প্রতারণা বলে মনে করছেন চট্টগ্রামের সংস্কৃতঅঙ্গনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের অভিমত, নিরাপত্তার কারনে বিকেল ৫টার মধ্যে যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে সেক্ষেত্রে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিলে দর্শকদের হতাশ হতে হতো না ।

খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ‘বৈশাখি রঙ ’ নামে বর্ষবরণ কনসার্ট যৌথভাবে আয়োজন করে ঢাকাস্থ ইভেন্ট প্রতিষ্ঠান কার্নিভাল ও চট্টগ্রামের ইভেন্ট প্রতিষ্ঠান ‘মডেলস্টার’ ।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী বাউল সাহাবুদ্দিনসহ ব্যান্ডদল লালন, জলের গান, ওয়ারফেইজ, ভাইকিংস ও সাসটেইন গান পরিবেশন করার কথা রয়েছে।

জানা যায়, সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনুুষ্ঠানের সময় নির্ধারণ করে (দুই ঘন্টার বিরতি বাদে) ১০ ঘন্টার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করে আয়োজক সংস্থা । কিন্তু নববর্ষে নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে বিকাল ৫টার মধ্যে খোলা আকাশের নিচে সব অনুষ্ঠান বন্ধ করে দেয়ার বাধ্যবাকতা জারি করে প্রশাসন।

কনসার্টে ৫টি ব্যান্ডদল, ফকির সাহাবুদ্দিনের গানসহ দুটি ফ্যাশন কিউ পরিবেশন করার কথা রয়েছে। একই সাথে সকাল ১০ টায় কনসার্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা যায় , সকাল ১০ টার কনসার্ট শুরু হবে সকাল ১১ টায় । নগর মেয়র আজম নাছির এবং জেলা প্রশাসক সামসুল আরেফিন কনসার্ট উদ্বোধন করবেন।

সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এক ঘণ্টা গান পরিবেশন করবেন ফকির সাহাবুদ্দিন । সূত্র জানায়, মধ্যাণ্হ ভোজের পর বিকাল তিনটা নাগাদ অনুষ্ঠান শুরু হয়ে কনসার্ট শেষ হবে বিকাল ৫টায়। এর মধ্যে দুটি ফ্যাশন কিউ সহ মঞ্চে গান পরিবেশন করবেন লালন, জলের গান, ওয়ারফেইজ, ভাইকিংস ও সাসটেইন ।

এ বিষয়ে জানতে চাইলে কার্নিভাল ইভেন্টের পরিচালক শওকত বলেন, আমরা রাত পর্যন্ত সময় হিসেব করে কনসার্টের আয়োজন করেছিলাম । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠানের সময় নির্ধারণ করায় সমস্যার সৃষ্টি হয়েছে।

অনেকটা তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি ব্যান্ডদলকে সর্ব্বোচ্য ৪০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হবে, এর মধ্যেই সবাইকে পারফরমেন্স শেষ করতে হবে।

সেক্ষেত্রে প্রতিটি ব্যান্ডদল কয়টি গান পরিবেশন করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, ৪ থেকে ৫টি । এছাড়া কনসার্ট উদ্বোধনে কমপক্ষে ১ ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।

সূত্র জানায়, ৩টা থেকে ৫ টা পর্যন্ত দুই ঘণ্টায় ৫টি ব্যান্ডদল পারফরমেন্স করতে গিয়ে কোনো দল ৪টির বেশি গান গাইতে পারবে না । কেননা প্রতিটি দল ২০ মিনিটের উপর সময় পাওয়ার কথা না । এছাড়া দুটি ফ্যাশন কিউ এর জন্য সময় ব্যায় হবে কমপক্ষে ৪০ মিনিটি । সেক্ষেত্রে ব্যান্ড দল গুলোর নির্ধারিত সময় আরও অনেক কমে যাবে।

সাড়ে ৪ ঘণ্টায় উদ্বোধনী অনুষ্ঠানসহ দুটি ফ্যাশন কিউ, ৫টি ব্যান্ডদল, একজন বাউল শিল্পীর গান পরিবেশন করা সম্ভব কী না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন সংগীত শিল্পী বলেন, একটি ব্যান্ড দলের মঞ্চে উঠতে আর নামতেই (টিউনসহ )ত্রিশ মিনিট চলে যায়। সেক্ষেত্রে বাকি ১০ মিনিটে দুটির বেশি গান গাওয়া সম্ভব না ।

দুই ঘন্টায় দুটি ব্যান্ড দলের বেশি ব্যান্ডদল পারফরমেন্স করতে গেলে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, পুরো অনুষ্ঠানটিই অগোছালো।

প্রশাসনের বাধ্যবাদকতার কারনে সময় কমে যাওয়ায় কনসার্ট একদিন পিছিয়ে দিলে আগত দর্শকরা কনসার্টটি ভালোভাবে উপভোগ করতে পারতেন বলেও জানান তিনি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031