ইয়াবা পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র সাথে মাদকপাচারকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে টেকনাফের নাফ নদীতে। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী সদস্য নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
বুধবার দিনগত রাতে সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদীতে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় হয়। এতে এক নারী নিহত হন। আহত হন চারজন। তাদের মধ্য দুজন নারী ও দুজন পুরুষ সদস্য রয়েছে। এ ঘটনায় ইয়াবা উদ্ধার করা হলেও কি পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে তা জানা যায় নি।
বিষয়টি বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক নিশ্চিত করেছেন।