জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগসহ স্বাধীনতার সবকিছু অস্বীকার করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ।

তিনি বলেন, তাদের আক্ষেপ পাকিস্তান ভেঙে যাওয়ায়। তাদের (বিএনপির) ভাষায় বোঝা যায়- তারা পাকিস্তানের এজেন্ট। তারা পাকিস্তানের প্রতি অনুগত। সেখানেই তাদের ফেরত যাওয়া উচিত।’

বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে ‘প্রজন্ম ৭১’ আয়োজিত জিআরপি পুলিশ ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন এইচ টি ইমাম।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ, জেলা আ.লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় নেত্রী আমেনা কোহিনুর আলম, উপজেলা সভাপতি আব্বাস আলী সরকার, সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, জেলা মহিলা লীগ সভাপতি রাবেয়া আলীম ও আ.লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রজন্ম ৭১র স্থানীয় সাধারণ সম্পাদক মহসিনুল হক।

এর আগে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করাসহ শোক র‌্যালি বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর থেকে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বাংলাদেশের মাটিকে পাকিস্তানের প্রক্সি হিসেবে ব্যবহার করতে দেয়া হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031