চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পহেলা বৈশাখের দিন নগরীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের সুবিধার্থে এবং জন নিরাপত্তার স্বার্থে ডিসিহিল-সিআরবি-পতেঙ্গা সড়কে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার সিন্ধান্তের কথা জানিয়েছে  ।

ডিসি হিল কেন্দ্রিক : নন্দনকানন (পুলিশ প্লাজা) মোড়, চেরাগী পাহাড় মোড়, এনায়েত বাজার মোড় এবং লাভ-লেইন মোড় (স্মরনিকা ক্লাব) হতে ডিসি হিল অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

সিআরবি শিরীষ তলা কেন্দ্রিক: ১) কাঠের বাংলো মোড় এবং আটমাসিং মোড় হতে সিআরবি শিরিশ তলা অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না। ২) নেভাল মোড় হতে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়-সিআরবি মোড় এবং শিশু পার্ক গোলচত্তর মোড় হতে সিআরবি অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

পতেঙ্গা সী-বীচ কেন্দ্রিক :১) বাটার ফ্লাই মোড় হতে নেভাল একাডেমীর গেট হয়ে ওয়েষ্ট পয়েন্ট মোড় পর্যন্ত উক্ত রুটে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।২) কাটগড় মোড় এবং ওয়েস্ট পয়েন্ট মোড় হতে সী-বীচ অভিমুখে কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

নির্দেশনাগুলো সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণ’সহ সংশ্লিষ্টদের সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনস্বার্থে সবাইকে সহযোগিতার আহবান জানান, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031