আগামী ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে জড়াচ্ছেন ৬২ বছর বয়সী এই রাজনীতিক। বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।  তবে এ খবর গণমাধ্যমে আসায় বিব্রত হয়েছেন তিনি।
তার ঘনিষ্ঠ একটি সূত্র ঢাকাটাইমসকে জানায়, খবরটি গণমাধ্যমে আসার পর পরিচিত অনেকেই তাকে ফোন করছেন। তারা বিয়ের বিষয়ে জানতে চাইছেন। এতে বিব্রত হচ্ছেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য। সন্ধ্যার পর থেকে অগত্যা বন্ধ রেখেছেন মুঠোফোনটি্।

সূত্র জানায়, কনে দূরের কেউ নন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাগনি। মেহেজেবুননেছা রহমান টুম্পা। তাঁর মা মেরিনা রহমান জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

বাবলুর ঘনিষ্ঠরা জানায়, মেহেজেবুননেছার সঙ্গে বাবলুর চেনা পরিচয় ছিল আগে থেকেই। দুজনেই দাম্পত্য জীবনে একা। জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ফরিদা সরকার ২০০৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর একা হয়ে পড়েছিলেন বাবলু। ওদিকে হবু কনে মেহেজেবুননেছা রহমান টুম্পাও একা। পরে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তার ভাগিনিকে বিয়ে করার বিষয়টি চূড়ান্ত করেন বাবলু।

জানা গেছে, ২১ এপ্রিল আকদ হবে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায়। সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে হবে প্রীতিভোজ।

বাবলুর একমাত্র ছেলে আশিক আহমেদ ব্যবসা করছেন। ওদিকে মেহেজেবুননেছা সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের পরিচালক। প্রথম সংসারে তার এক মেয়ে এক ছেলে আছেন।

এ ব্যাপারে কথা বলার জন্য কল করা হলে জিয়াউদ্দিন বাবলুর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031