এসময় বাবা-সহ চার মাদকবিক্রেতাকে পুলিশ আটক করে।গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বকশিগঞ্জ বাজার এলাকা থেকে সোমবার দুপুরে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ বাজারের বোয়ালীদহ গ্রামের আলিম উদ্দিন, তার ছেলে সবুজ মিয়া, পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার মুরারীপুর গ্রামের মনিরুজ্জামান মিয়া ও একই গ্রামের নাজমুল মিয়া।

ধাপেরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, আলিম উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে ইয়াবা বিক্রি করতেন। গোপন খবরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আলিম উদ্দিন ও তার ছেলেসহ চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ টাকা।

এ ব্যাপারে সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031