আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ভারতের কাছে বাংলাদেশকে সরকার বেচে দিয়েছে-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন । তিনি বলেছেন, খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। তিনি হতাশ হয়ে এসব কথা বলেছেন।
সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসিম এ কথা বলেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের শপথ গ্রহণের দিনটিতে ‘মুজিব নগর সরকার দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তুতি নিয়ে এক বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।
নাসিমের এই সংবাদ সম্মেলনে মূলত কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা চুক্তির প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গ।
গত শনিবার ভারতে চুক্তি সইয়ের কয়েক ঘণ্টার মধ্যে খালেদা জিয়া এক অনুষ্ঠানে বলেন, ‘সরকার যা কিছু বাকি ছিল তার সবই ভারতের কাছে বেচে দিয়েছে।’
পরদিন রবিবার আরেক অনুষ্ঠানে বিএনপি নেত্রী বলেন, ‘আজকে দেশ বিক্রি করে দিয়েছে। সেজন্য পাঁচ বছরের জন্য এটা একটা চুক্তি করেছে- পাঁচ বছর তাকে থাকতে দিতে হবে। এই চুক্তি তো তিনি সেজন্য করলেন। ওই পাঁচ বছর পরে উনারা বোধ হয় কাগজে-কলমে দেশটাকে লিখে দিয়ে মনে হয় বিদায় নেবে আর কি।’
খালেদা জিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, ‘যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন সেটি হাস্যকর ছাড়া কিছু নয়।’
আওয়ামী লীগ নেতা বলেন, ‘এটা হচ্ছে খালেদা জিয়ার একটা ভাঙা রের্কড। এদেশের মানুষ তার এ বক্তব্য গ্রহণ করে নাই।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা করেছেন তা হয়েছে প্রকাশ্যে। দেশের আর্থ সমাজিক উন্নয়নকে সামনে রেখে দুই দেশে একমত হয়েই এসব চুক্তি করেছে। এখানে কোনভাবে শেখ হাসিনা দেশকে বিক্রি করে নাই।’
নাসিম বলেন, ‘দেশ বিক্রি করতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে নাই। এটা খালেদা জিয়ার একটা বা্লখিল্য বক্তব্য।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অব্যাহত চক্রান্ত চলছে। বিএনপি- জামায়াত জোট এ অশুভ শক্তিকে সহযোগিতা করছে। শেখ হাসিনার নেতৃত্বে এই চক্রান্তকে নস্যাৎ করে আগামী দিনে বিজয় অর্জন করবো।’
এবার মুজিবনগর সরকার দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এরমধ্যে রয়েছে ১৭ এপিল ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন, সকাল আট টায় ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০ টায় জাতীয় স্মৃতিসৌধ ফুল দেয়া এবং গার্ড অব অর্নার প্রদান।
ওই দিন স্বাধীন বাংলা সরকারের শপথ গ্রহণের স্থান মেহেরপুরের মুজিবনগরে সমাবেশও করবে আওয়ামী লীগ। বিকাল তিনটায় ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মুনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম।
মুজিবনগর সরকার গঠনের স্বরণে ১৮ এপ্রিল বিকাল তিনটায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভারও আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ূয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল, মেরিন জাহান কল্পনা প্রমুখ।