র্যাব ট্রাকে শুকনো বড়ই বহনের আড়ালে ইয়াবা পাচার কালে পটিয়া থানাধীন উত্তর দিয়াং ভেল্লা পাড়া মহাসড়ক থেকে ১ কোটি ৬০ লক্ষ টাকার ইয়াবা টেবলেটসহ একটি ট্রাক আটক করেছে। এসময় এক ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত পৌণে দশটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রুবেল স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিপিএসসি বিজেও, সেনা ডিএডি এমনজি রব্বানী সিটিজিনিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় শুকনা বড়ই বহনকারী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এসময় দুই ইয়াবা পাচারকারীর মধ্যে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্মা পালং টেলি পাড়া এলাকার আলী আহমেদের ছেলে মোঃ শাহ আলম(৪৪)কে আটক করা গেলেও অপর আসামী একই উপজেলার কোট বাজার পাইন্নাশিয়া এলাকার কালু মিয়া ওরফে গাছ কালুর ছেলে মোঃ সেলিম মিয়া (৩০) পলাতক রয়েছে। উদ্ধকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা বলে তিনি জানান।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।