৮,৮৩৭ পিস ইয়াবাসহ ৪ জন আসামী আটক করে টেকনাফ হোয়াইক্যং চেকপোষ্টে একটি ইজি বাইকে তল্লাশীর চালিয়ে। ০৩ এপ্রিল ৯ টার সময় হোয়াইক্যং বিজিবি নায়েক মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে উখিয়াগামী একটি ইজি বাইক (নম্বর বিহীন) সিগন্যাল দিয়ে থামানো হয়। ইজি বাইকটি তল্লাশী করে ৮,৮৩৭ পিস ইয়াবাসহ ৪ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীদের তল্লাশী করে কোমড় এবং পায়ের সাথে ফিটিং অবস্থায় ৮,৮৩৭ টি ইয়াবা,২ টি মোবাইল সেট এবং নগদ ২,৬৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা হচ্ছে নাম মোঃ ফরিদ মিয়া (২৭)পিতা মোঃ হোসেন আলী, গ্রাম-হোয়াইক্যং, পোঃ হোয়াইক্যং, থানা-টেকনাফ। মোঃ সাকিল মিয়া (০৯) পিতা-আব্দুর সাত্তার মোঃ রানা মিয়া (০৭), পিতা-মোঃ জুয়েল মিয়া মোঃ জুয়েল মিয়া (০৭) পিতা-মোঃ জয়নাল মিয়া সকলের গ্রাম-কাঞ্চনপাড়া, পোঃ-নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। এই ঘটনায় হোয়াইক্য কানজরপাড়া গ্রামের আঃ শুকুর স্ত্রী আয়েশা (৩০) কে পালাতক আসামী করা হয়েছে।আটক আসামী মোঃ ফরিদ মিয়া ও পলাতক আসামী আয়েশা এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে তাদের কাছে জব্দকৃত ইজি বাইক, মোবাইল এবং নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া আটক আসামী মোঃ সাকিল (০৯) মোঃ রানা মিয়া (০৭) এবং মোঃ জুয়েল মিয়া (০৭) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে টেকনাফ থানা পুলিশের মাধ্যমে তাদের অভিবাবকের নিকট হস্তান্তর করা হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |