শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালান নিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর একুশে টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে মানহানির অভিযোগে ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি একুশে টেলিভিশনের মালিক আবদুস সালাম, প্রতিবেদক অখিল পোদ্দার ও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের তখনকার অতিরিক্ত ডিআইজি হাসান উল হায়দার। আদালত আবদুস সালাম বাদে অন্য দুইজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন।
এ মামলায় আজ সোমবার অখিল পোদ্দারের তিন মাস ও ইলিয়াস হোসেনের ছয় মাস কারাদাণ্ড দেন আদালত। তবে রায় ঘোষণার পর আপিল করার শর্তে আদালত অখিল পোদ্দারের জামিন আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে ইলিয়াস হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার বিষয়ে আদালতে একটি আবেদন করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান অখিল পোদ্দার।
অখিল পোদ্দার বাংলা ট্রিবিউনকে জানান, তিনি যে প্রতিবেদন প্রচার করেছেন তাতে কাউকে ইচ্ছা করে মানহানি কিংবা হেয় করার উদ্দেশ্যে করা হয়নি। এ রায়ের বিষয়ে আপিল করবেন বলেও জানান তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |