এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরীক্ষার্থীদের সঙ্গে ‘ফটো সেশন’ করতে দেখা গেছে। মন্ত্রীর এই ছবি প্রকাশ হয়ে পড়লে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকেরা। তারা বলছেন, পরীক্ষাকেন্দ্রে এমন ‘ফটো সেশন’ পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষার প্রশ্ন ও পরীক্ষাকেন্দ্রসহ সার্বিকভাবে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতেই তিনি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। আর শিক্ষার্থীদের এসব মতামত যেন গণমাধ্যমকর্মীরা ধারণ করে রাখতে পারেন, সেজন্যই তিনি তাদের সঙ্গে নিয়েই কেন্দ্রে গিয়েছেন।
রবিবার (২ এপ্রিল) শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকালে পরীক্ষা শুরুর পরপরই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজের পরীক্ষাকেন্দ্র এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন অন্য একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষাকেন্দ্রের ভেতরে কয়েক মিনিটি ধরে ছবি তোলেন শিক্ষামন্ত্রী; যদিও এর আগে মন্ত্রী নিজেই পরীক্ষাকেন্দ্রে ছবি তুলে পরীক্ষার্থীদের মনোযোগ ব্যহত না করার নির্দেশনা দিয়েছিলেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুবিধার্থে পরীক্ষাকেন্দ্রে কেউ যেন না প্রবেশ করতে পারেন, সে বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে। পরীক্ষাকেন্দ্রে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের হলে প্রবেশ ও পরীক্ষাকেন্দ্রে ছবি তোলার ঘটনায় সমালোচনার মুখে পড়ে এই বাধ্যবাধকতা আরোপ করেছিলেন শিক্ষামন্ত্রী নিজেই। ওই নির্দেশনায় পরীক্ষা চলাকালে মন্ত্রী ও সচিব ছাড়া অন্য কোনও কর্মকর্তার পরীক্ষাকেন্দ্রে প্রবেশ না করতে বলা হয়েছিল। আর পরিদর্শনের প্রয়োজনে মন্ত্রী ও সচিবদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার কথা থাকলেও তাদের ছবি তোলার জন্য যেন শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছিল।
আজ রবিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় সেই নিয়ম মানা হয়নি। এবারে মন্ত্রীর সঙ্গে ঢাকা কলেজের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছবিও তোলা হয়েছে শিক্ষামন্ত্রীর।
.” onclick=”return false;” href=”http://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/04/02/480e9dafdd06e5931162a97eb82d4064-58e0ffc8656ad.jpg” title=”” id=”media_1″ class=”jw_media_holder media_image jwMediaContent aligncenter”>পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই পরীক্ষাকেন্দ্রে তোলা হচ্ছে ছবি (ক্যামেরা পারসন মো. শামসুল হুদার ফেসবুক থেকে নেওয়া, ঢাকা কলেজে তোলা ছবি)এসব ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়লে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা। ঢাকা কলেজের সামনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে দলবল নিয়ে ঢুকে ছবি তুললে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হবেই। শিক্ষা খাতের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি হলেন শিক্ষামন্ত্রী। তার দেখাদেখি আরও অনেকেই এমন করতে উৎসাহিত হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এক পরীক্ষার্থীর কাছে এইচএসসি পরীক্ষার গুরুত্ব অনেক বেশি। এই পরীক্ষাতে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।’
তবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এখন মন্ত্রী ও সচিব ছাড়া আর কেউ পরীক্ষাকেন্দ্রে যান না। আপনারা দেখেছেন, ক্যামেরা নিয়েও ভেতরে গিয়েছিলেন। আমরা সবাই মিলেই কিন্তু পরীক্ষার্থীদের দেখে এসেছি। আমরা তাদের অনুভূতি জানতে চেয়েছিলাম। আপনারা নিশ্চয়ই রেকর্ড করেছেন, প্রশ্ন ভালো হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ঢাকা কলেজের একটি পরীক্ষার হলে আমরা ঢুকেছিলাম। আপনারা যারা ক্যামেরা নিয়ে গিয়েছিলেন, তারা নিশ্চিয় রেকর্ড করেছেন পরীক্ষার্থীদের সঙ্গে আমাদের কী কথা হয়েছে। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতেই পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। না গেলে তো আমরা বুঝতে পারব না যে পরীক্ষা নিয়ে তাদের (পরীক্ষার্থী) কোনও অভিযোগ আছে কিনা।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জিজ্ঞাসা করেছি, তারা প্রশ্ন পেয়েছে কিনা, খাতা পেয়েছে কিনা, পরীক্ষা কেমন হচ্ছে? তারা সবাই খুশির সঙ্গে বলেছে, পরীক্ষা ভালো হচ্ছে। তারা বলেছেন কোনও সমস্যা নেই। এসব কথা আপনারা রেকর্ড করে নিয়ে এসেছেন। আমরা জানলাম, প্রশ্ন ও পরিবেশ সম্পর্কে আমাদের পরীক্ষার্থীদের কোনও অভিযোগ নেই। তারা স্পষ্টভাবে ক্যামেরার সামনেই বলেছে।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031