অব্যাহতি দেয়া হয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব জাকির হোসেনকে তার পদ থেকে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগকৃত মো. জাকির হোসেনকে তার বর্তমান পদ সহকারী একান্ত সচিব পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’