আগুন লেগেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে । কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ জামাল উদ্দিন শাহীন জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। এরপর মাধবপুর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে কী কারণে এই আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা বা ফায়ার সার্ভিস।