৫শত পিছ ইয়াবাসহ মানিকছড়ি থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। টেকনাফ উপজেলার হোয়াংক গ্রামের মো. মীর আহম্মদ’র ছেলে মো. রশিদ(২৯) আন্তঃসড়কে ইয়াবার চালান ঢাকায় নেয়ার পথে মানিকছড়ির মহামুনি বাস স্টেশন থেকে পুলিশ তাকে আটক করেন।
গত ৩১ মার্চ রাত সাড়ে ৯টার পর মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব ও এ.এস.আই মো. কামাল মিয়া গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মহামুনি বাস স্টেশনে অবস্থান নেয়। পরে মো.রশীদ নামের এক ব্যক্তির শরীর থল্লাশি চালিয়ে ৫শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির আনুমানিক বয়স ২৯ বছর। সে টেশনাফ উপজেলার মো.মীর আহম্মদের ছেলে। পরে পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করেন। মামলা নং ৯,তারিখ.৩১.০৩.১৭ খ্রি.। শনিবার সকালে আটক ব্যক্তিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি এক বার্তায় মাদক ব্যবসায়ী ও সেবীদেরকে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহব্বান জানিয়েছেন।
গত মার্চ মাসে ১কেজি ৭শত গ্রাম গাঁজাসহ মো. রুবেল মিয়া(২৬), মো. শহিদ মিয়া(৪৭) এবং ২৫ পিছ ইয়াবাসহ যুবলীগ কর্মী মো. ছগির আহম্মদকে পৃথক অভিযানে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ।
অফিসার ইনচার্জ আবদুর রকিব ঘটনার সত্যতা স্বীকার বলেছেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান চলবে। তিনি মাদক মুক্ত সমাজ গঠনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।