মাটি দূষিত হয়েছে অনেক আগে জাহাজের পোড়া তেলে পুকুর, ডোবা দুষিত হয়ে কালো আকার ধারণ করেছে । বৃহস্পতিবার বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি তেল প্রক্রিয়াজাত কারখানায় অভিযানে গিয়ে এ চিত্র দেখেন সীতাকু- উপজেলা কমিশনার(ভূমি) মো. রুহুল আমীন।
ভ্রাম্যমান আাদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন সিটিজিনিউজ নিউজকে জানান, উপজেলার মাদাম বিবির হাট এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামে তেল প্রক্রিয়াজাত কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা এর মালিক সম্পুর্ন দেশীয় পদ্ধতিতে বিভাজনের জন্য আনা জাহাজের পোড়া তেল প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন,মজুদও করছেন দেশীয় পদ্ধতিতে। এর ফলে আশেপাশেরর পুকুর ডোবা দুষিত হয়ে কালো আকার ধারন করেছে। প্রতিষ্ঠানের কোন নিরাপত্তা ছিল না,ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র,যেগুলো ছিল তা ব্যবহার অযোগ্য।তেল প্রক্রিয়া করার ফলে মাটির রংও কালো আকার ধারন করেছে।
এসময় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাদামবিবিরহাটের হাজি আব্দুল কুদ্দুসের ছেলে মো. ইমনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেয়া হয়।