শনিবার সুইডেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুস সাত্তার। প্রধান অতিথি থাকবেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।
সুইডেন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বাণী দিয়েছেন।
সম্মেলনে আরো যোগ দিচ্ছেন- জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সহ-সভাপতি হুমায়ুন মাকসুদ, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রুবায়েত শরীফ, ফিনল্যাণ্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, গ্রিস আওয়ামী লীগের সদস্য সচিব মিজানুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা শ্যামল খান, স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, জাকির হোসেন ও রিজভী আলম।
প্রসঙ্গত, গত বছর ১৩ মার্চ সুইডেন আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। পরে সুইডেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও প্রতিষ্ঠাতা সভাপতি খেতু মিয়াকে আহবায়ক করে সম্মেলন সম্পন্ন করার জন্য কমিটি গঠন করে দেয়া হয়।