দুর্বৃত্তরা লক্ষ্মীপুর আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে । তার নাম ওমর ফারুক। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে স্থানীয় পাটোয়ারিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিল ওমর ফারুক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।
উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান জানান, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।