বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার ইয়াবাসহ ১৪ জনকে আটক করেছে । এর মধ্যে নয় জন মিয়ানমারের নাগরিক রয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে পৌরসভার নাইট্যংপাড়া হ্যাচারখাল সংলগ্ন নাফ নদীর তীরে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক মিয়ানমার নাগরিকরা হলেন- মিয়ানমারের বিভিন্ন গ্রামের বাসিন্দা আবু হাই, আমান উল্লাহ, মো. রহিম, মো. জাকারিয়া, মো. নূর কবির, সাইফুল ইসলাম, শফিক আলম, মামুনুর রশিদ, দিল কায়াজ। এছাড়া টেকনাফ পৌরসভার মো. সেলিম, মো. সাইফুল ইসলাম, মো. আরমান, হাফেজ আহম্মদ, মো. সাইফুল।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি জানান, ভোরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদে পৌরসভার হ্যাচারখাল সংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালায় বিজিবি। এসময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করা হয়। তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৯৭৩ পিস ইয়াবা বড়ি ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, ইয়াবাসহ আটক ১৪ জনকে মামলা দিয়ে বিকালে থানায় সোর্পদ করেছে। তাদের বৃহস্পতিবার সকালে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।