পুলিশ বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আব্দুল্লাহ আল-হাসানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে ।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় থানা কম্পাউন্ডের বাসায় ফ্যানের সঙ্গে দড়ির ফাঁসিতে ঝুলে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
তিনি জানান, সকাল থেকে থানায় কর্তব্য পালন করেছেন ওসি হাসান। এরপর তিনি বাসায় যান। কিছুক্ষণ পর অন্য পুলিশ সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যাই বলে মনে করছে পুলিশ। তবে ‘আত্মহত্যার’ কারণ এখনো জানা যায়নি বলে জানান সনাতন চক্রবর্তী। তিনি বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে।