বাংলাদেশ সময় বিকাল তিনটায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে । সিরিজের প্রথম ম্যাচে ৯০ রানে জয় পেয়ে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। বাংলাদেশ যদি এই সিরিজটি জিততে পারে তাহলে সেটি হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে যেকোনও ফরম্যাটে প্রথম সিরিজ জয়। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা।
গত ম্যাচে বাংলাদেশ জয় পেলেও আজ একাদশে পরিবর্তন আসতে পারে। তবে, সেটি হবে উইকেটের উপর ভিত্তি করে। উইকেট দেখে বাংলাদেশ যদি মনে করে একাদশে পরিবর্তন আনা দরকার সেক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, এর আগে ২০১৫ সালে আমরা ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইনিংস কম্বিনেশন ভেঙেছি। এই ম্যাচে উইকেট ভিন্ন হতে পারে। আমাদের সেটি মনে রাখতে হবে।
আজ উইকেটে অতিরিক্ত ঘাস থাকতে পারে। এমনটি হলে, পেসাররা বেশি সুবিধা পাবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ডাম্বুলায় আজ আবহাওয়া পরিষ্কার থাকবে।
গত ম্যাচে হারের পর এই ম্যাচে শ্রীলঙ্কা দুইজন অভিজ্ঞ পেসারকে স্কোয়াডে ডেকেছে। তারা হলেন, নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদ্বীপ। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে আজ তাদের দুইজনকেই দেখা যেতে পারে। আর নিরোশান ডিকওয়েলা ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। তার বদলে অফস্পিনার দিলরুয়ান পেরেরাকে স্কোয়াডে ডাকা হয়েছে। গত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৩২৪ রান সংগ্রহ করেছিল। সেই বিষয়টি মাথায় রেখেই শ্রীলঙ্কা তাদের বোলিং আক্রমণ শক্তিশালী করেছে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্দনে, ধনঞ্জয়া ডি সিলভা/সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল/নুয়ান প্রদ্বীপ, নুয়ান কুলাসেকারা, লক্ষণ সান্দাকান।