পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে বাগেরহাটের মোরেলগঞ্জের। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা তিনজনই নারী। এখনো চার শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের বের করতে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয়রা জানান, নদীর তীর থেকে শতাধিক যাত্রী নিয়ে রওনা হওয়ার একটু পরেই বিপরীত দিক থেকে আসা একটি বড় শিপের ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। আশপাশে থাকা স্থানীয় লোকজন তিন নারীর লাশ উদ্ধার করে। এছাড়া চার শিশুসহ এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
ট্রলারডুবির পর এখনো ঘটনাস্থলে পৌঁছেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের নামপরিচয় জানা যায়নি। নিহত তিন নারীর মরদেহ মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করেছেন।