আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর জাকির হোসেন সড়ক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে ।
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে এক পর্যায়ে সড়কের ওপর বসে পড়লে সড়কে ব্যারিকেড পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে দু’পাশে শত শত গাড়ি আটকা গাড়ীর যাত্রীরা।
খুলশী থানার এস আই আফরোজা সিটিজিনিউজকে বলেন, বেলা ১১টার দিকে সড়ক ব্যারিকেড দেওয়ার ১০ মিনিটের মধ্যেই ব্যারিকেড তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ইউএসটিসির আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের একপাশ দখল করে মিছিল-স্লোগান দিতে থাকে। দফায় দফায় এ বিক্ষোভ মিছিল হতে থাকে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
আন্দোলনরত ইউএসটিসির একাধিক ছাত্রীর ছাত্রীর সাথে কথা বলে জানা গেছে, ইউএসটিসি কর্তৃপক্ষ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বিএমডিসি নিবন্ধন জটিলতার সৃষ্টি হয়। সর্বশেষ পাঁচ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীর ভর্তি বাবদ স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ কোটি টাকা জরিমানা ধার্য করে ১ মাসের সময় বেঁধে দিয়েছিল কোষাগারে জমা দেওয়ার। ইউএসটিসি কর্তৃপক্ষ জরিমানা আদায়ের আশ্বাস দিলেও শেষপর্যন্ত জমা দেয়নি। এর ফলে শিক্ষার্থীরা আস্থা হারিয়ে ফেরেছে।
এসময় এক শিক্ষার্থী বলেন, মেডিকেল ফ্যাকাল্টি ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। দ্রুত এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে এবার ইউএসটিসির বিবিএ, এমবিএ, ইংরেজিসহ সব বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানান ওই শিক্ষার্থী।