রানী মুখার্জীর অভিষেক বচ্চনের সঙ্গে এক সময় নাকি প্রেম ছিল। সে সব নিয়ে মিডিয়ার সামনে মুখও খুলেছেন রানী। কিন্তু, তাতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার বন্ধুত্বে নাকি কখনও ফাটল ধরেনি। যদিও এখন অভিষেকের সঙ্গে আর তেমন সম্পর্ক নেই রানীর। তবে তা সত্ত্বেও রানী যে সৌজন্য ভুলে যাননি ফের তার প্রমাণ মিলল।
সম্প্রতি প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। তার মুত্যুর খবর পেয়ে শেষযাত্রায় হাজির ছিলেন শাহরুখ খান-সহ বলিউডের একাধিক তারকা। পরে কৃষ্ণরাজের স্মরণসভাতেও হাজির ছিলেন তারকারা। কিন্তু এই দু’জায়গাতেই অনুপস্থিত ছিলেন রানী।
সব কাজ সম্পন্ন হওয়ার পর গত কালই জুহুর বাংলোতে ঐশ্বরিয়ার সঙ্গে নাকি সৌজন্য সাক্ষাৎ করতে যান রানী। দু’জনের মধ্যে বেশ কিছু ক্ষণ কথাও হয় বলে জানা গিয়েছে।
এর আগে রানী বলেছিলেন, ‘আমার সময়ের খুব ভাল দু’জন অভিনেত্রীর মধ্যে এক জন ঐশ্বরিয়া। আর অন্য জন প্রীতি। এর পরের জেনারেশনে আমি করিনাকে এগিয়ে রাখব। ঐশ্বরিয়ার সঙ্গে কখনও মুখোমুখি দেখা হলে অবশ্যই অভিনন্দন জানাবো ওকে।’’
ঐশ্বরিয়ার প্রতি সত্যিই যে বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে রানীর তা যেন আরও এক বার প্রমাণ করলেন রানী।