দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে। এসময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। এসময় এম রহমান শপিং কমপ্লেক্স ও আশপাশের দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার বেলা ১২ টার দিকে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে আকস্মিক এ ঘটনায় শ্রীনগর বাজার ও আশপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম সারোয়ার কবির গ্রুপের লোকজন মিছিল বের করে। স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষ ওই পথ দিয়ে আসার সময় মিছিলের কারণে তার গাড়ি আটকা পরে। খবর পেয়ে ঘটনা স্থল থেকে তিনশ গজ দূরে ঝুমুর হলের সামনে অপেক্ষারত এমপি গ্রুপের লোকজন তাকে এগিয়ে আনতে যান। এসময় দুইগ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এমপি সুকুমার রঞ্জন ঘোষ ঝুমুর হলে অবস্থান নেন। একঘন্টা ব্যাপী দুই গ্রুপে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা চলে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ অসহায় হয়ে পরে। পরে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোলাম সারোয়ার কবির গ্রুপের নেতা ও জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন বলেন, পুলিশ প্রহরায় এমপি সুকুমার রঞ্জন ঘোষের লোকজন উস্কানি দিয়ে সংঘর্ষ শুরু করে। এসময় তার লোকজন পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে। আমাদের লোকজন প্রাণ বাচাঁতে মার্কের ভেতর আশ্রয় নিলে তারা মার্কেটে ও আশপাশের দোকানে ব্যাপক ভাংচুর চালায়।
অপরদিকে এমপির লোকজন দাবি করেন, গোলাম সারোয়ার কবিরের লোকজনই প্রথমে এমপির গাড়ি আটকানোর চেষ্টা করে এবং উস্কানি দিয়ে সংঘর্ষের সূত্রপাত করে। তারা এমপির লোকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।
ঘটনার পরপরই লৌহজং সার্কেলের এএসপি ঘটনাস্থলে উপস্থিত হন এবং জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কত রাউন্ড ফাঁকা গুলি হয়েছে তা হিসাব করে বলতে হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |