ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা ‘সততাই সবচেয়ে ভালো নীতি’ এ স্লোগানকে সামনে রেখে দুর্নীতি করব না করতে দেব না বলে শপথ করেছে ।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী সংগঠন সততা সংঘের উদ্যাগে এ শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থীরা। শপথনামা পাঠ করান দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুর ইসলাম কমু।
এসময় তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ জাতি ও সমাজের চালিকাশক্তি। দুর্নীতি ও অসততার বিরুদ্ধে তোমরা সচেতন হলে এই ভয়াল দৈত্যকে প্রতিহত করার ক্ষেত্রে সক্ষমতা অর্জিত হবে। আগামী দিনের দেশ, জাতি ও সমাজ দুর্নীতির ক্লেদ থেকে মুক্ত থাকতে সক্ষম হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাবিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. আকতার হোসেন, ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহানা ইয়াসমিন, সমাজ সেবক মো. ওমর ফারুক প্রমুখ।