দেশের শীর্ষ তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লাকলকাতায় ইন্দো-বাংলা মৈত্রী পুরস্কার পাচ্ছেন । ৩১ মার্চ সন্ধ্যায় কলকাতার হোটেল ওবেরয়ের গ্র্যান্ড বলরুমে তাদের হাতে এই সম্মাননা প্রদান করা হবে। কলকাতার হিন্দু-মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশন এই পুরস্কার দিয়ে থাকে। এদিকে আজ (শনিবার) ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রুনা লায়লা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মুম্বইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে ২৬ মার্চ এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। তার সঙ্গে ছিলেন আঁখি আলমগীর। এছাড়া জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল) উপলক্ষে শিশু-কিশোরদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর দুটি বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন রুনা লায়লা। এগুলোতে তার গাওয়া কালজয়ী কয়েকটি গান পরিবেশন করেছে প্রতিযোগীরা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |