এক পুলিশ সদস্যসহ তিন জনের মৃত্যু হয়েছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ‘আতিয়া মহলের’ কাছাকাছি পাঠানপাড়া এলাকায় বিস্ফোরণে । আহত হয়েছে অন্তত ২০ জন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের কাছে মূল সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ওই এলাকায় অভিযানের বিষয়ে ব্রিফ করেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
তবে কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তার বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মূসা তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিফিংএ অভিযানের বিষয় গণমাধ্যমকে অবহিত করেন। ভেতরে জঙ্গিদের অবস্থান রয়েছে জানিয়ে তিনি বলেন, প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অভিযান এখনও চলছে। প্রাথমিকভাবে জিম্মিদের উদ্ধারকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এক্ষেত্রে আমরা সফল হয়েছি। ৭৮ জনকে বের করে আনতে পেরেছি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031