বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অভিযোগ করে , তারাও প্রচার চালানোর সুযোগ চান। তিনি বলেন ‘নির্বাচন করতে হলে সবাইকে সমান অধিকার দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

বুধবার বিকালে রাজধানীতে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের দশম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভায় ফখরুল এ কথা বলেন। এই স্মরণসভার আয়োজন করে ‘ওবায়দুল রহমান স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। উনারা সমাবেশ করবেন আর আমাদেরকে ঘরের মধ্যে ক্লোজড ডোর মিটিং করতেও অনুমতি নিতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন করবেন ভালো কথা, এর জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। সভা সমাবেশ করার মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তাহলে নির্বাচন হবে, না হলে নির্বাচন হবে না।’

‘বর্তমান অবস্থা রেখে কোনো নির্বাচন হতে হবে না’- এমন কথাও বলেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়। সেটি অবশ্যই নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের একটি নির্বাচন হতে হবে। অন্যথায় এদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না।’

সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় বিএনপি ইন্ধন যোগাচ্ছে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেরও জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার নতুন একটা সুর তুলেছে জঙ্গিবাদ। বিএনপি না কি জঙ্গিবাদের উসকানি দিচ্ছে। অথচ জঙ্গিবাদের উত্থান হচ্ছে কীভাবে সেটি তারা খুঁজে বের করছেন না। যাদের এই অভিযোগে ধরা হচ্ছে তাদের তো মেরে দিচ্ছেন। কোনো তদন্ত নেই।’

জঙ্গিবাদের কথা বলে সরকার ভয়ংকর আগুন নিয়ে খেলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সারাবিশে^র দিকে তাকিয়ে দেখুন। এই জঙ্গিবাদ ইস্যু তৈরি করে কত রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে, কত জাতিকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং জঙ্গিবাদকে তলিয়ে না দেখে একতরফা বলে যাচ্ছেন বিএনপি উসকানি দিচ্ছে। এতে সমস্যার সমাধান হবে না।’

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে সব অমীমাংসিত ইস্যুতে চুক্তির আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিস্তায় আজ পানি নেই। ৫৪টি নদীতে অবৈধভাবে বাধ দেওয়া হয়েছে। এগুলোর বিষয়ে কোনো চুক্তি হবে না। অথচ অন্য চুক্তি হবে। তা জনগণ মেনে নেবে না। সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করে তাদের মতামত নিতে হবে।’ ভারতের সঙ্গে সব চুক্তি স্বাধীনতা-স্বার্বভৌমত্ব অক্ষুন্ন রারেখে করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘মাথা নিচু করে কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।’

বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুল কাদেরেকে গণতন্ত্রের প্রবক্তা অভিহিত করে ফখরুল বলেন, ‘তিনি আজীবন গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তিনি যেই ধারার রাজনীতি করতেন তা বর্তমান রাজনীতিতে প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তিনি যে ভূমিকা রেখেছেন তা জনগণ চিরদিন মনে রাখবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031