ঢাকা মহানগর ট্রাফিক উত্তর বিভাগ ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় রাজধানীর মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে । অভিযানে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৫০ জনকে জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়।

ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সূত্র জানা গেছে, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত  পরিচালিত হয়। অভিযানে ৫০ জনকে দুই হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় ঢাকাটাইমসকে বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।  ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার গুলশান বিভাগ মোহাম্মদ নাজমুল আলম, ট্রাফিক পুলিশের জেষ্ঠ্য সহকারী কমিশনার প্রশাসন ইয়াসমিন সাইকা পাশা, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (মহাখালী) আশরাফ উল্লাহ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031