ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রোববার সহজ জয় পেয়েছে । হোসে মরিনহোর দল এদিন ৩-১ গোলে হারিয়েছে মিডলসবার্গকে। সেইসঙ্গে নতুন এক রেকর্ডও গড়েছে রেড ডেভিলসরা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ৬০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মিডলসবার্গের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে মারোয়ান ফেলাইনির গোলে প্রথম এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন জেসে লিনগার্ড। তবে ৭৭ মিনিটে রুডি গেস্টেড গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিক মিডলসবার্গ। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে অ্যান্তনিও ভেলেন্সিয়া গোল করলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি : সংগৃহীত

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৫২ পয়েন্ট। শীর্ষে থাকা চেলসির দখলে ৬৯ পয়েন্ট। ব্লুজদের সমান ২৮ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে টটেনহ্যাম হটস্পার। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। সিটির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে রয়েছে লিভারপুল।

ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বোচ্চ ২০বার লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসে সব মিলিয়ে ৯৫১টি ম্যাচ খেলেছে ম্যানইউ। যার ৬০০ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া ড্র হয়েছে ২০৪টি ম্যাচে। আর বাকী ১৪৭ ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি গত কয়েক বছর ধরেই বাজে সময় পার করছে। বিশেষ করে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই। তবে হোসে মরিনহোর অধীনে আবারও স্বরুপে ফেরার ইঙ্গিত দিচ্ছে রেড ডেভিলসরা।

প্রথমে পিছিয়ে পড়া সিটিজেনদের পয়েন্ট বাঁচায় সার্জিও অ্যাগুয়েরোর গোল। ছবি : সংগৃহীত

রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও লিগে জয়ের দেখা পেয়েছে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাটিতে স্পার্শরা এদিন ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে জার্গেন ক্লপের দল লিভারপুল। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টিতে গোল করে লিভারপুলকে প্রথম এগিয়ে দেন জেমস মিলনার। তবে ৬৯ মিনিটে গোল করে দলকে ড্র উপহার দেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।

সূত্র : মেইল অনলাইন, বিবিসি, গোল.কম

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031