আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্রবাদ এখন জাতীয় হুমকী হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে যক্ষা সম্মেলন ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন,“সাম্প্রদায়িক উগ্রবাদী হামলা ঠেকাতে দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। এখন এই ইস্যু জাতির জন্য হুমকী হয়ে দাড়িয়েছে। খন্ডিত চিন্তা করে লাভ নেই, এটা এখন জাতীয় ইস্যু।”
“দেশে এভাবে উপর্যুপরি নাশকতার কবলে পড়লে আপনি আমি কেউই নিরাপদ নই।”
আইন শৃঙ্খলাবাহীনির মনোবল দূর্বল করার জন্য তারা র্যাব পুলিশের উপর হামলা চালাচ্ছে দাবি করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,“তারা এবার স্বাধীনতার মাসকে বেছে নিয়েছে। এইবারের হামলার টার্গেট আইন প্রয়োগকারী সংস্থা।”
“পুলিশ-র্যাবসহ আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা উগ্রবাদীদের বিরোদ্ধে সফল অভিজান করে যাচ্ছে। আইন শৃঙ্খলাবাহীনির সদস্যদের মনোবল ভেঙ্গে দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য গতকাল ও আজকের হামলা।”
আগামী জাতীয় নির্বাচনে এই জঙ্গি হামলা অন্তরায় হিসেবে কাজ করবে জানিয়ে কাদের বলেন,“দেড় বছর পরে জাতীয় নির্বাচন।এ ধরণের হামলা অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য অন্তরায়।আন্তর্জাতিক ভাবে বিশ্বের কাছে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করা এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্যই এই ধরনের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হামলা।”