এই প্রশ্নটা বড় হয়ে উঠছে কত রানের টার্গেট হলে বাংলাদেশ জিততে পারবে? আপাতত ১৩৯ রানে এগিয়ে লঙ্কানরা।হাতে আছে আরো দুই উইকেট।ক্রিজে যারা আছেন তারা অসাধারণ দৃঢ়তা দেখাচ্ছেন।দ্রুত রান তুলছেন।
বাংলাদেশের সামনে কত রানের টার্গেট দাঁড়াবে এটা নির্ভর করছে শেষ দুই উইকেটের উপর।কত তাড়াতাড়ি তাদের আউট করতে পারবে টাইগারার-তার উপর। তবে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন চান তাদের টার্গেট ১৬০ রানের মধ্যে রাখতে। আর সেটা হলে ম্যাচ জেতা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
মোসাদ্দেক বলেন,‘ আসলে ওদের রান এখনও খুব বেশি হয়নি। আমরা চেষ্টা করব ১৬০-এর মধ্যে আটকে দেওয়ার। যদি আমরা ১৬০ এর মধ্যে (শ্রীলঙ্কার লিড) অলআউট করতে পারি, জয়ের ক্ষেত্রে সেটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না।’
দশম উইকেট জুটি পেরেরা ও লাকমাল দারুণ ভোগাচ্ছেন বাংলাদেশকে। শনিবার দ্রুত তাদের বিদায় না করতে পারলে টার্গেট বড় হয়ে যাবে।মোসাদ্দেকও বললেন সেই কথা,‘আজ(শনিবার)ওদের আউট করতে পারলে ভালো হতো।তবে শেষ দিনে তাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে।এটা আমাদের জন্য সুবিধাজনক।আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদেরকে আউট করার।’