Alertnews24.com

১১ জানুয়ারি, ২০২৫ / ২৭ পৌষ, ১৪৩১ / ১০ রজব, ১৪৪৬

শিরোনামঃ

৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে || চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় চবিতে বিক্ষোভ সমাবেশ || আইনজীবী হত্যার বিচার হবে, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার || বাংলাদেশের কড়া জবাব চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতির || ‘ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে’ || যে চিত্র দেখা গেছে জামা মসজিদ ঘিরে সংঘর্ষের দু’দিন পরে || ১৫বছরের সব অপকর্মের বিচার করা হবে স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে || মণিপুর ফের উত্তপ্ত || তারিখ ঘোষণা বিশ্ব ইজতেমার || জনতা সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল পিস্তল উঁচিয়ে ‘ফাঁকা গুলি’ || নতুন সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ’র || ক্রেতারা হতাশ ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামও : শুল্ক ছাড়েও দাম বাড়তি তেল-চিনির || ভোগান্তি চরমে ট্রেনের শিডিউল বিপর্যয় || যুক্তরাষ্ট্র জড়িত নেই ইরানে হামলায় : পেন্টাগন || সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত || নেতানিয়াহু বাংকারে বসে ইরানে হামলা পর্যবেক্ষণ করেন || তেহরানে বিস্ফোরণইরানে,হামলা চালিয়েছে ইসরায়েল, || রাজনৈতিক দলের সংলাপ আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে || ‘হাসিনা তার পতন হবে কখনো ধারণাও করেননি’ কিন্তু ভারত জানত || মঙ্গলবার এইচএসসির ফল প্রকাশ , জানবেন যেভাবে ||
এ যার অবস্থান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ধানমন্ডি ৩২ । রক্তমাখা ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি, নিরিবিলি, চুপচাপ! স্তম্ভিত, হতবাক ভাবমূর্তি ঘিরে আছে বাড়িটিকে। অতর্কিত সেই সহিংসতার রেশ যেন এখনো কাটেনি। স্বাধীন দেশে নিজ আস্থাভাজনদের বিশ্বাসঘাতকতার বিস্ময় যেন এখনো মূর্তিমান।
বাড়িটি ইতিহাসের সাক্ষী। শুধু ১৫ আগষ্টের সেই নির্মম কালো রাত্রির জন্য নয়। বঙ্গবন্ধু তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন এখানে। এখান থেকেই স্বাধীকার আন্দোলনের নির্দেশনা দিয়েছেন তিনি। ১৯৬২ সালের আইয়ুববিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফার আন্দোলন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১-এর শুরুতে অসহযোগ আন্দোলন, এই সবগুলো ক্ষেত্রেই বঙ্গবন্ধুর পরিকল্পনা প্রণয়ন, দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা-এ সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ৩২ নম্বরের এই বাড়িটি।
দেশি-বিদেশি সাংবাদিকরাও এই বাড়িতে ভিড় করেছেন ’৭১-এর উত্তাল দিনগুলোতে। ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণের রূপরেখাটি বঙ্গবন্ধু তৈরি করেছিলেন এই বাড়ির কনফারেন্স টেবিলে বসে। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু যখন স্বাধীন দেশের রাষ্ট্রপতি, তখনো তিনি এই বাড়িটি থেকে রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনা করতেন। এই বাড়ি থেকে অসংখ্যবার পাকিস্তানি সৈন্যরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলেন ’৭১-এর ২৫ মার্চ রাতে।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে। নাম দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। ১৯৯৪ সালের ১৪ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হয়।
নানান স্মৃতিচিহ্নের সংগ্রহে সজ্জিত বাড়িটি দেখে আসতে পারেন আপনিও। ইতিহাসকে এত কাছ থেকে দেখা, অনুভব করার জন্য এটি চমৎকার জায়গা।
অবস্থান:
ঢাকার ধানমণ্ডি এলাকার লেকসার্কাসের পশ্চিম পাশে ধানমণ্ডি লেকের পাড়ে এই জাদুঘরটির অবস্থান।
ঠিকানা: বঙ্গবন্ধু ভবন, বাড়ি ১০, রোড ৩২ (পুরাতন), ১১ (নতুন)।
সময়সূচী:
বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
টিকিটের মূল্য:
পাঁচ টাকা। ১২ বছরের কম বয়সীরা টিকেট ছাড়া প্রবেশের সুযোগ পায়।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031