বাংলাদেশের প্রথম এবং শেষ সেশনে ব্যাটিং ধস-এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে । শততম টেস্টেও সেই পরিচিত দৃশ্য। শেষ বিকালে এসে আবার এলোমেলো বাংলাদেশ।
বিনা উইকেটে ৯৫, এক উইকেটে ১৩০ এবং ২ উইকেটে ১৯২ ।নিমিষেই তা হয়ে গেল ৫ উইকেটে ১৯৮। মানে ৬ রান তুলতেই তিন উইকেট হাওয়া বাংলাদেশের। কলম্বো টেস্টের চিত্র্যপটের আকস্মিক পরিবর্তন।
এক সময় মনে হয়েছিল ২ উইকেটে প্রথম দিনটা পার করে দিবে বাংলাদেশ। অথচ তাদেরই দিন শেষ করতে হয়েছে ৫ উইকেটে ২১৪ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ৩৩৮। এখনও ১২৪ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে অবশ্য ৫ উইকেট। কিন্তু কাল সকালে কতদূর যেতে পারবেন সাকিব- মুশফিকরা এটাই প্রশ্ন। কারণ শেষ সেশনের মতো প্রথম সেশনের গল্পও যে হতাশার বাংলাদেশি ব্যাটসম্যানদের।
ইনিংসের শুরুটা কিন্তু চমৎকার হয়েছিল বাংলাদেশের।৯৫ রানের জুটি গড়েন তামিম-সৌম্য।৪৯ রানে হেরাথের অসাধারণ বলে এলবি হয়ে ফিরেন তামিম।
তামিম ফিরে যাওয়া মানে নিয়মিত উইকেটের পতন।এটা যেন নিয়ম হয়ে দাঁড়িযেছে। তামিমের আউটের কিছু পরই চায়না ম্যান সান্দাকানের বলে সরাসরি বোল্ড হয়ে যান সৌম্য, ৬১ রানে।
তামিম-সৌমের বিদায়ের পরও অবশ্য ঠিকঠাক চলছিল। ইমরুল কায়েস ও সাব্বির রহমান সাবলীল ব্যাটিং করছিলেন। কিন্তু সুসময় বেশিক্ষণ স্থায়ী হলো না। ভালো খেলার আভাস দিয়েও ৩৪ রানে ফিরেন ইমরুল।
হাত খুলে খেলছিলেন সাব্বির রহমান। ঠিক ওয়ানডে স্টাইলে। কিন্তু তিনিও যেতে পারেননি বেশিদূর। ৪২ রানে তাকে ফেরান লাকমাল।
নাইট ওয়াচ ম্যান হিসেবে মাঠে নামানো হয়েছিল তাইজুলকে। কিন্তু প্রথম বলেই তিনি ফিরেন এলবি হয়ে।
টপাটপ উইকেট হারিয়ে যখন দারুণ চাপে বাংলাদেশ. তখন ব্যাট করতে নেমে ঠিক টি-২০ স্টাইলে শুরু করেন সাকিব আল হাসান। প্রায় প্রতিটা বলেই চড়াও হন তিনি।
উইকেটে টিকে থেকে দিনের কটা ওভার কাটিয়ে দেওয়ার পরিবর্তে আক্রমণাত্মক মেজাজে আবির্ভূত হন সাকিব। তিন চারে ৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।
সাকিব যখন মারমুখী ভুমিকায়, তখন উইকেট অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিবের টেস্ট মেজাজ বিরুদ্ধ ব্যাটিংয়ে মনে হচ্ছিলো সম্মতি ছিল বাংলাদেশ অধিনায়কের।
মুশফিক নিজে অবশ্য মাথাটা পুরোপুরি ঠাণ্ডাই রাখেন।সাকিবের মারমুখী ব্যাটিংকে বাহাবা দিলেও তিনি নিজে খেলেন দেখেশুনে।৭ বলে মুশফিক রয়েছেন ২ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : ২১৪ /৫ ( তামিম ৪৯, সৌম্য ৬১, ইমরুল ৩৪ , সাব্বির ৪২, তাইজুল ০, সাকিব ১৮ ব্যাটিং, মুশফিক ২ ব্যাটিং ; হেরাথ ১/৩৪ , সান্দাকান ৩/৬৫, লাকমাল, ১/৩২ )
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৩.৩ ওভারে ৩৩৮ (করুনারত্নে ৭, থারাঙ্গা ১১, মেন্ডিস ৫, চান্দিমাল ১৩৮, গুনারত্নে ১৩, ডি সিলভা ৩৪, ডিকভেলা ৩৪, পেরেরা ৯, হেরাথ ২৫, লাকমাল ৩৫, লক্ষণ ৫*; মোস্তাফিজ ২/৫০, শুভাশীষ ২/৫৩, মিরাজ ৩/৯০, তাইজুল ১/৪০, সাকিব ২/৮০, মোসাদ্দেক ০/১১)