ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় ওঠে। যার সবটাই শুভাগতর বিপক্ষে। প্রায় প্রতিবারই শুভাগত হোমকে দলে অন্তর্ভূক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়। সাধারণ ক্রিকেট ভক্তরা জাতীয় নির্বাচকদের ক্রিকেটীয় জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেও দ্বিধা করেন না। আরো একবার তেমন ঘটনা ঘটলো।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে শুভাগত হোমকে দলে নেয়া হয়েছে। এতে আবারো তৈরি হয়েছে বিতর্ক। যদিও এবারের বিতর্ক মূলত দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তৈরি হওয়া ধুম্রজালের কারণে।

অনেকেরই প্রশ্ন মাহমুদউল্লাহকে বাদ দেয়ার কথা চিন্তা করা হলে কোন বিশেষ যোগ্যতার দলে জায়গা পান শুভাগত হোম? এই প্রশ্নের উত্তর দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক জানালেন, টিম ম্যানেজম্যান্টের চাওয়াতেই দলে জায়গা পেয়েছেন শুভাগত।

শুভাগতর ওয়ানডে দলে সুযোগ পাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে নান্নু বলেন, ‘টিম ম্য্যানেজম্যান্টের একটা রিকয়ারমেন্ট থাকে যে কোনো সিরিজে। সব সময়ই কোচ আমাদের বলে এ ধরনের খেলোয়াড় লাগবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এটা জানা উচিত তিনজন যে সিলেকশন প্যানেল আছি তার সঙ্গে কিন্তু আরও দু’জন আছে।’

প্রধান নির্বাচকের কথাতেই স্পষ্ট, দল গঠনে পূর্ণ স্বাধীনতা তাদের নেই। এখানে বড় ধরনের হস্তক্ষেপ আছে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের। ভূমিকা আছে জাতীয় দলের বর্তমান ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনেরও।

নান্নু বলেন, ‘টিম ম্যানেজম্যান্টে হেড কোচ হাথুরুসিংহে আছে, খালেদ মাহমুদ সুজন আছে। এই পাঁচজন মিলে কিন্তু আমাদের সিলেকশন প্যানেল। ওদের মেসেজ থাকে যে ওই ধরণের প্লেয়ার দরকার। আমাদের একটা প্ল্যান দেয়। এভাবেই আমাদের কাজ করতে হয়।’

এর সাথে আসন্ন ইমার্জিং কাপের স্কোয়াডটিও জড়িত। ওয়ানডে দল থেকে যারা বাদ পড়বেন এবং সম্ভাব্য বাকিদের মধ্য থেকে চারজনকে ইমার্জিং কাপের জন্য চূড়ান্ত করা হবে। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এটার সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ইমার্জিং কাপের কিছু প্লেয়ার প্রভাইড করতে হবে। যে ওখানে থাকতে পারছে না তাকে কিন্তু আমরা এখানে ডেকে নিচ্ছি।’

শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশ এবারের শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ২৫ মার্চ ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ মার্চ ডাম্বুলাতেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031