পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ‘বাংলাদেশে আন্তর্জাতিক কোনো সংগঠনের জঙ্গি নেই’ মন্তব্য করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
১৪ মার্চ ঢাকায় ১৪টি দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে তিনি এ আহবান জানান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘চিফ অব পুলিশ কনফারেন্সে অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) বা আন্তর্জাতিক কোনো সংগঠনের জঙ্গি নেই। বাংলাদেশে যেসব জঙ্গি আছে তারা ‘হোমগ্রোন’। তারা দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য। তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ না হয় এবং আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের কেউ যাতে এ দেশের কাউকে প্রভাবিত করতে না পারে।’
চিফ অব পুলিশ কনফারেন্স একটি সফল সম্মেলন মন্তব্য করে তিনি বলেন, ‘জঙ্গি দমনে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।’