গতকাল (১২ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় রুটে ট্রেনটি চলাচল শুরু করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসবে দেওয়া ডেমু ট্রেনটি ফের চালু হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সিটিজিনিউজকে জানান, প্রায় তিন মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ডেমু ট্রেনটি চালু হয়েছে। এখন থেকে নিয়মিত ট্রেনটি চলবে।
তিনি আরও বলেন, শিডিউল কিছুটা পরিবর্তিত হয়ে পূর্বের সকাল ৮.৫০ মিনিটের ট্রেনটি এখন সকাল ৮.৩০ মিনিটে নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে রওনা দিবে এবং ক্যাম্পাস থেকে ১০.৩০ এর পরিবর্তে ১০.১০ মিনিটে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও অন্য শিডিউল অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল কাইয়ূম বলেন, সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ডেমু ট্রেনটি চালু হয়েছে বলে ভালো লাগলো। ডেমু ট্রেনটির কারণে যাতায়াতের কিছুটা সুবিধা হবে শিক্ষার্থীদের।
উল্লেখ্য যে, গত ২০নভেম্বর বিশ্ববিদ্যালয় ২নং গেইটে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেকসহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ট তদন্ত ও হত্যাকারীদের বিচারের দাবিতে ডাকা অবরোধে ২৭ নভেম্বর ফতেয়াবাদ এলাকায় ডেমু ট্রেনটি ভাঙচুর করে অবরোধকারীরা। এরপর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়রুটে ডেমু ট্রেনটি সচলাচল বন্ধকরে দেয়।