পুলিশ অটোরিকশা জব্ধ ও একশত দশ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। বোয়ালখালীতে সিএনজি চালিত অটো রিকশায় অভিনব পদ্ধতিতে মদ পাচারের সময় থানা পুলিশের হাতে ধরা পড়েছে দুইজন।
১৩ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া হাট এলাকায় অটোরিকশা করে মদ পাচারের সময় মধ্যম কড়লডেঙ্গার সৈয়দ আহমদ বাড়ীর নাজিম উদ্দিনের ছেলে গাড়ি চালক এমদাদুল হক প্রকাশ নিরু (২২) ও একই এলাকার নবী হোসেনের ছেলে মো. হাসান (২৪)কে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামাল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, অভিনব পদ্ধতিতে অটোরিকশার পিছনের ইঞ্জিন বক্সে দিন দুপুরে মদ পাচার করছিল। পুলিশ খবর পেয়ে গাড়ি তল্লাসি করে এসব মদ উদ্ধার করে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে জানান ওসি।