মো. বদরুজ্জামানকে দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের মামলায় মিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে দুদকের একটি টিম বদরুজ্জামানকে গ্রেফতার করে বলেও জানান প্রণব কুমার ভট্টাচার্য।
এর আগে, ২০১২ সালে এক ব্যক্তির দায়ের করা একই দুর্নীতি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান, সহকারী রেজিস্টার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছিল দুদক।