এক যুবক আত্মহত্যা করেছেন নগরীর চাঁন্দগাও থানাধীন মাজার গেট এলাকায় এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নাইমুল ইসলাম (২০) নামে।
শুক্রবার (১০ মার্চ) রাতে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
নাইমুল নগরীর চান্দগাঁও মাজার গেইট এলাকার বাসিন্দা মুজিবুল হক করিমের ছেলে। নগরীর ১০ নম্বর রুটের সিটি সার্ভিস বাসের চালক ছিলেন নাইমুল।
চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নাইমুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তার স্ত্রী ও শ্বশুরের পরিবারের কাউকে পাওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্তের পর নাইমুলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ইকবাল।