প্রধানমন্ত্রী সাবমেরিন কমিশনিং ও পানি শোধনাগার উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন । রোববার (১২ মার্চ) চট্টগ্রামে সকাল ১১টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঈশা খাঁ ঘাঁটিতে অবতরণ করে।
নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি সাবমেরিন কমিশনিং করবেন এবং চট্টগ্রাম ওয়াসার নতুন প্রকল্প ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ উদ্বোধন করবেন ।
জেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কর্মসূচি সমন্বয়কারী নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ নূরুল আলম বলেন, সেখানে দুটি সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী পতেঙ্গায় বোট ক্লাবে ওয়াসার অনুষ্ঠানে যোগ দেবেন। এক ঘণ্টা পর প্রধানমন্ত্রী বোট ক্লাব থেকে আবারও ঈশা খাঁ ঘাঁটিতে ফিরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
এদিকে সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।