নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি আগামী ১৬ মার্চ থেকে নগরীতে শুরু হচ্ছে। নগরীর তিনটি ওয়ার্ডের ভোটাররা পাচ্ছেন প্রথম দফায় স্মার্ট কার্ড।
১৩ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নূরুল হুদা স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য প্রতিনিধিদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে সিইসি এই কর্মসূচির উদ্বোধন করবেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আব্দুল বাতেন বলেন, সিইসি প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন। তিনি সাবেক ও বর্তমান মেয়রসহ গণ্যমান্য ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন।
আব্দুল বাতেন আরো জানান, কোতয়ালি ও ডবলমুরিং থানার তিনটি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সেগুলো আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছেছে। বছরব্যাপী পাঁচ দফায় দুই থানায় স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি শেষ করা হবে।
সূত্রমতে, প্রথম দফায় ডবলমুরিং থানার অধীন ১৩ নম্বর পাহাড়তলী ও ১৪ নম্বর লালখান বাজার এবং কোতয়ালি থানার ১৫ নম্বর বাগমিনরাম ওয়ার্ডের ভোটারদের বিতরণ করা হবে স্মার্ট কার্ড।
প্রতিটি ওয়ার্ডের একটি স্কুলকে কার্ড বিতরণ কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছে। কার্ড বিতরণের আগের দিন মাইকিং করে ভোটারদের স্কুলের নাম ও সময় জানিয়ে দেওয়া হবে।
স্মার্ট কার্ড দেওয়ার আগে ভোটারদের প্রত্যেকের বর্তমান জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে সেটা অকার্যকর করা হবে।
স্মার্ট কার্ড পেতে হলে প্রত্যেককে ১০ আঙুলের ছাপ দিতে হবে। এছাড়া ডিভাইসের মাধ্যমে চোখের মণির ছবি নেওয়া হবে।