নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে নির্মিত গেট ও পানি নিষ্কাশনের পাইপ অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) নগরীর লালখান বাজারের হাইলেভেল রোড বাই লেইনে এবং চকবাজার থানাধীন লালচাঁন্দ রোডে এ অভিযানে নেতৃত্বদেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন সিটিজিনিউজকে জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে খুলশী থানাধিন লালখান বাজারস্থ হাইলেভেল রোড বাই লেইনে সিটি কর্পোরেশনের রাস্তায় মো. ইউসুফ মিয়ার অবৈধভাবে নির্মিত গেইট অপসারন করে রাস্তাটি সর্ব সাধারনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। একই অভিযানে চকবাজার থানাধীন লালচাঁন্দ রোডস্থ সেবক পুকুরের পানি নিষ্কাশনের পাইপ অপসারন করে বিশ্বজিৎ মিত্রকে জলাধার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ ও সিএমপি পুলিশ সহযোগীতা করেন বলে তিনি জানান।