চট্টগ্রামের স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা নগরীতে মাদ্রাসা ছাত্র ইসমাম হায়দার হত্যার প্রতিবাদের ও খুনিদর গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গত ৭ই মার্চ নিজ মাদ্রাসায় শিক্ষকের হাতে খুন হওয়া নগরীর পাহাড়তলীস্থ’ সেগুনবাগান তালীমুল কুরআন মাদ্রাসায় হেফজখানায় অধ্যয়নরত ছাত্র ইসমাম হায়দারকে হত্যা করা হয়।

এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদী প্লে-কার্ড হাতে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে হত্যাকারী শিক্ষক আবু তাহের এর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করে।

হাজেরাতজু বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নিরবের সভাপতিত্বে ও মহসীন কলেজের ছাত্র সাফায়েত ফাহিমের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

এসময় নুরুল আজিম রনি বলেন-স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতী ছাত্রদের হোস্টেল, ছাত্রাবাসে পাশবিক নির্যাতন করার খবর নতুন কিছু নয়। শিক্ষকতার মহান পেশাকে কলঙ্কিত করে ধর্মীঁয় রীতি-নীতি অবজ্ঞা করে শিক্ষার্থীদের যৌন হয়রানীর শিকার করা হচ্ছে। আমরা দাবী করেছি স্কুল হউক মাদ্রাসা হউক ছাত্রাবাসগুলো নজরদারীর আওতায় আনা হউক কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখলাম না। খুব লজ্জা হয় যখন একজন শিশু এসে আমাদের জানায় তার শিক্ষক তাকে শারীরিক নির্যাতন করেছে, যৌন হয়রানী করেছে।

শিক্ষার্থীদের উপর এমন বর্বর নির্যাতন বন্ধ এবং নিহত শিক্ষার্থী ইসমাম হত্যার বিচার দাবি করে এসময় তিনি আরও বলেন, আমরা এসবের পরিত্রান চাই। শিক্ষার নামে যৌন হয়রানী বন্ধ করতে হবে। নিহত মাদ্রাসার ছাত্র ইসমামের হত্যার বিচার করতে হবে। শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করার অপরাধী আমরা দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাদ্রাসাগুলো আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে। জেল খানার আদলে শিক্ষার্থীকে বন্দি করে শিক্ষাপাঠ দান করার বর্তমান সিষ্টেম পরিবর্তন করতে হবে। মাদ্রাসার শিক্ষকদের উন্নত মানসিকতার শিক্ষা পাঠ দানে উৎসাহিত করার জন্য প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমন, আরিফ, রুবেল, হাবিব সোহান, আরমান, রাব্বি, তানজিন, জাকারিয়া, ফয়সাল আসিফ, নিজাম, রিদুওয়ান, মাহমুদ, আসিফ, আনিস, আব্দুল্লাহ, রিফাত, ইসমাইল, রাহাত, রাকিব ও জনিসহ প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031