বিএনপি ক্ষমতার মসনদের জন্য বেসামাল হয়ে গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,। এখন তারা নিজেদের ঘোলা করা পানি খাবে। ভয় দেখিয়ে তাদের নির্বাচনে আনার প্রয়োজন নেই। বিএনপি তার অস্তিত্বের প্রয়োজনেই নির্বাচনে আসবে। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসবকথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারদিক থেকে বিভিন্ন চাপে এমন কিছু কথা বলছেন, যা শুনে শিহরণ জাগে। তিনি বলেছেন, আমরা নাকি ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে আনতে চাই। ভয় দেখানোর দরকারটা কি? কি প্রয়োজন? আমরা বলেছি বিএনপি নির্বাচনে আসবে তাদের প্রয়োজনে। আর একটা নির্বাচনে না আসলে তাদের রাজনীতি কতটা ঝুঁকিপূর্ণ হবে তারা সেটা জানে।
আওয়ামী লীগ কঠিন সময় পার করছে দাবি করে তিনি বলেন, সামনে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করা। তারা এখনো তলে তলে ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে, আমরা যদি মনে করি তারা নিষ্ক্রীয় হয়ে গেছে তবে আমরা ভুল করছি। কঠিন সময় পার করছি এখন আমরা। এর পরও দেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক হওয়ার পর বার বার বলেছি পূর্ণাঙ্গ কমিটির কথা। তারা সর্বশেষ উদ্যোগ নিয়েছে, কমিটি গঠনের জন্য সাব কমিটি করেছে। তাহলে কমিটি কবে গঠিত হবে? কমিটির একটা ডেট লাইন ঠিক করুন। দল এখন যে একটা চাঙা চাঙা ভাব। পকেট কমিটি যেন না হয়। কে কার ভক্ত, কে কার অনুগত এই বিবেচনায় ত্যাগী কর্মীদের দূরে ঠেলে দেবেন না। সেটা দলের জন্য শুভ হবে না। নেতায় নেতায় ভাগাভাগি করে পকেট ভারি করতে গিয়ে বাইরের পরগাছাদের কোন সুযোগ দেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এই চাঙা ভাব দীর্ঘ দিন ধরে রাখতে হবে সাংগঠনিক শক্তি দিয়ে। কাদের বলেন, মানবিক কারণে কাউকে নেতা বানানোর দরকার নেই।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মহানগরের একেএম রহমতউল্লাহ, শাহে আলম মুরাদ, সাদেক খান, ডা. দীলিপ রায়, আবদুল হক সবুজ প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |