স্মৃতিচারণ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন দুজনের রয়েছে অনেক স্মৃতি। ডেইলি সান পত্রিকার সদ্যপ্রয়াত সম্পাদক প্রথিতযশা সাংবাদিক আমির হোসেনের , একটি সময়ে তারা অনেক ঘনিষ্ঠ ছিলেন।
সোমবার (০৬ মার্চ) দুপুরে সচিবালয়ে একটি কর্মসূচিতে বক্তৃতা করছিলেন তোফায়েল আহমেদ। সেখানে আমির হোসেনের মৃত্যুর খবর পৌঁছালে তাদের সেই স্মৃতির কথা স্মরণ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, ’৭১ সালে আমি ও আমির হোসেন এক বাড়িতে থাকতাম। তিনি আমার অনেক ঘনিষ্ঠ ছিলেন। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে।’
তিনি বলেন, ১৯৭১ সালে টানা নয় মাস আমরা কলকাতার একটি বাড়িতে একসঙ্গে কাটিয়েছি। আমরা তখন একটি পত্রিকা বের করেছিলাম। নাম ছিলো সাপ্তাহিক বাংলার বাণী। পরে শেখ ফজলুল হক মনি ওই পত্রিকাকে দৈনিকে রূপ দেন।
আমির হোসেনের স্মৃতিচারণকালে বাণিজ্যমন্ত্রী শোকার্ত হয়ে পড়েন।
তিনি এ সময় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।