হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, জাতীয় পার্টি আগামী দিনে ক্ষমতায় যাবে এমন সম্ভাবনা দেখা দেয়ায় অন্য দলের নেতাকর্মীরা তার দলে ভিড়ছেন। তিনি দাবি করেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ আছে, এজন্য সবাই এই দলের প্রতি আস্থা রাখছে।
সোমবার দলের বনানী কার্যালয়ে বিএনপি নেতার যোগদান অনুষ্ঠানে প্র্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিতে অনেকেই যোগদান করছেন। কেউ ব্যক্তিগত কারণে, কেউ দলীয় কারণে। আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করছি। যারা জাতীয় পার্টিতে যোগদান করছে, তারাও বুঝতে পারছে আগামীতে জাতীয় পার্টির সম্ভাবনা রয়েছে।’ বিভিন্ন দল থেকে যোগদান করায় জাতীয় পার্টি শক্তিশালী হবে বলে মনে করছেন তিনি।
এরশাদ বলেন, ‘দেশে কোনো রাজনীতি নেই, রাজনীতির নামে চলছে পরস্পরের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি। তিনি বলেন, ‘রাজনীতি এখন বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। একদল বলে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু আওয়ামী লীগের অধীনে নির্বাচণে অংশগ্রহণ করবো না। আরেকদল বলে নির্বাচন না করলে আপনাদের নিবন্ধন থাকবে না।’
এরশাদ বলেন, ‘আমাদের লক্ষ ক্ষমতায় যাওয়া। অর্থের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য আমরা ক্ষমতায় যেতে চাই।’
দেশে সুশাসন নেই এমন অভিযোগ করে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি আগামী দিনে ক্ষমতায় যেতে চায়।’
আগামী নির্বাচনে তিনশ আসনে এককভাবে অংশগ্রহণ করবেন বলে জানান এরশাদ। আর এজন্য অন্য দল থেকে নিজ দলে লোক ভেড়ানো তাগিদও দেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।
জাপা চেয়ারম্যান দাবি করেন, ‘আমরাই একমাত্র দল যারা মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। মানুষ আমাদের চেতনায় বিশ্বাস করে জাতীয় পার্টিতে আসছে।’
সাম্প্রতিক ধর্মঘট সম্পর্কে এরশাদ বলেন, ‘এখন আমরা দেশে দেখতে পারছি ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট, মানুষের অসম্ভব ভোগান্তি। রোগীদের ভোগান্তি কেউ দেখার নেই। কিছুদিন আগে দেখলাম শ্রমিক ধর্মঘট। মানুষের ভোগান্তি কেউ দেখার নেই। কয়েক দিন আগে দেখলাম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভাঙচুর।’
সর্বত্র বিশৃ্ঙ্খলা চলছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশে সুশাসনের অভাব রয়েছে। মানুষ সুশাসন চায়, শান্তিতে বাস করতে চায়। মানুষ কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না। আমরা যখন দেশের দায়িত্বে ছিলাম তখন বিশৃঙ্খলা ছিল না। কতগুলো দল বিশৃঙ্খলা করতে চেয়েছিল, কিন্তু তারা সফলতা লাভ করতে পারেনি।’
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, বিএনপি থেকে জাপায় যোগদানকারী নুরুল ইসলাম রাজ প্রমুখ।