এস এম জাকির হোসাইন সাধারণ সম্পাদক ছাত্রলীগ নিয়মিত ছাত্র এবং মেধাবীদের সংগঠন জানিয়ে বলেছেন, এখানে অছাত্রদের কোনো জায়গা হবে না। তিনি বলেন, ‘নিয়মিত ছাত্র-ছাত্রীরাই ছাত্রলীগের রাজনীতি করবে।’
রবিবার ছাত্রলীগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা, কমলগঞ্জ পৌরসভা এবং কমলগঞ্জ কলেজ শাখার সম্মেলনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এই কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্ররাই ছাত্রদের দুঃখ কষ্ট বুঝতে পারবে। তাই সব ক্ষেতেই নিয়মিত ছাত্রদের দিয়ে নেতৃত্ব তৈরি করা হবে।’
জাকির হোসাইন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রলীগের আন্দোলন চলমান। এই ক্ষেত্রে সমাজের সব শ্রেণি পেশার মানুষ তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি উপস্থিত ছাত্রদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে প্রকৃত শিক্ষা নেয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা শিক্ষিত সমাজ গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে তার পাশে দাঁড়ানোরও তাগিদ দেন জাকির হোসাইন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান করছেন। এখন মায়েদের বৃত্তি দেয়া হচ্ছে। এই অবস্থায় শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে ছাত্রলীগকেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক চিফ হুইপ আবদুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার যুবলীগের সভাপতি বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা কামাল হোসন, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সাকিব হাসান সুইম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম সম্পাদক খায়ের চৌধুরী ও বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জোতিক টিকাদারসহ স্থানীয় নেতারা।