আজ রোববার কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শুধু ঘুষ নেয়া দুর্নীতি নয় বরং  সময়মতো অফিসে না আসাও এক প্রকার দুর্নীতি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। ‘দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখব সর্বজনে’ সেøাগানে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, সঠিক সময়ে অফিসে না আসা, শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়া, জনগণকে সেবা না দেয়া এটাও এক প্রকার দুর্নীতি। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দুদক কমিশনার বলেন, যেখানে দুর্নীতি, সেখানে প্রতিবাদ করতে হবে। যারা দুর্নীতি করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি কমানো সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে না পারলেও দুর্নীতি কমানোর চেষ্টা করে যাচ্ছি। একই সঙ্গে দুদক দুর্নীতিবাজদের শতভাগ শাস্তি নিশ্চিতের কাজ করে যাচ্ছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031